বোয়ালখালীর আমুচিয়ায় মদসহ আসামি গ্রেফতার।
মোঃ জিয়াউল হক স্টাফ রির্পোটার
দৈনিক অপরাধ দমন চট্টগ্রাম।
চট্টগ্রাম বোয়ালখালীতে ১শ ১০ লিটার চোলাই মদসহ ঋসু সর্দ্দার (৪০) নামের একজন আসামিকে বোয়ালখালী থানা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
অপর আসামি সমীর সর্দ্দার (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৩ টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া দক্ষিণ সর্দ্দার পাড়া উদয়ন সংঘ কালি বাড়ির সামনের রাস্তা থেকে ১শ ১০ লিটার মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারী আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া ৪নং ওয়ার্ড দক্ষিণ সর্দ্দার পাড়া থোনা বাইন্ন্যার বাড়ির মৃত প্রফুল্য সর্দ্দারের ছেলে বলে স্হানীয় জনগন জানান।
পলাতক আসামি সমীর সর্দ্দার একই এলাকার উত্তর সর্দ্দার পাড়ার বাবুল সর্দ্দারের ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোঃ রেজাউল জাব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে ঋসু সর্দ্দারকে গ্রেপ্তার করা হয়। অপর মাদক ব্যবসায়ী সমীর সর্দ্দার পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে গেছে। এসময় সে স্থান থেকে ১শত ১০ লিটার চোলাই মদসহ আসামীকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি মো.আছহাব উদ্দিন বলেন, এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামী ঋসু সর্দ্দারকে আদালতে সোপর্দ করা হয়েছে থানা সুত্রে জানা গেছে।