এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০১৬ সাল থেকে জাল নোট প্রস্তুত ও ব্যবসার কাজ করতেন মো.বশির উদ্দিন (৪৯)। এনিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। একাধিকবার আটক হলেও নির্জন একটি বাসায় চালিয়ে যাচ্ছিলেন এই অবৈধ কাজ। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ৩টার দিকে ৭ লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ বশির উদ্দিনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব- ৫।।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নেয়ামতনগর এলাকার গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পাঁকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত বশির উদ্দিন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. আজাহার আলীর ছেলে। বৃহস্পতিবার (১৮ মে) মধ্যরাতে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়,আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত এবং তার নামে এ সংক্রান্ত আরও তিনটি মামলা চলমান রয়েছে। জেলা শহরে একটি নির্জন বাসায় সে এসব র্কাযক্রম পরচিালনা করে আসছিল বশির উদ্দিন। পরে তার বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ জালনোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তি র্যাবের একটি বিশেষ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন,র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম। অভিযানে ৭ লাখ ভারতীয় জাল রুপি ছাড়াও বাংলাদেশী ১২ হাজার ৬০ টাকা,দুইটি মোবাইল ফোন,তিনটি সিমকার্ড,৮০০ গ্রাম জাল রুপি তৈরির গাম জব্দ করে র্যাব।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান,র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার হাজী রুহ-ফি-তাহমিন তৌকির।