সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে মাদকসম্রাট বদিউজ্জামান বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ছয় বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বদিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এলাকায় মাদক সম্রাট খ্যাত বদিউজ্জামান বদি উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। বিভিন্ন সময়ে মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। এর আগেও তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে।
থানার এসআই শামিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জিল্লুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বদি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী বদিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মহাদেবপুরে আঠারো মামলার আসামী মাদকসহ গ্রেপ্তার
RELATED ARTICLES