সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোনালী ব্যাংক লিমিটেড মহাদেবপুর শাখার সার্বিক সহযোগীতায় বাংলাদেশ ব্যাংক বগুড়া এর আয়োজন করে।
ওয়ার্কসপে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন মিঞা এতে বিশেষ অতিথি, বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক (বাংকিং) গোবিন্দ লাল গাইন এতে রিসোর্স পার্সন ও যুগ্ম ব্যবস্থাপক মামুনুর রশিদ সমন্বয়কারি হিসেবে উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওলিউজ্জামান এতে সভাপতিত্ব করেন। প্রিন্সিপাল অফিসার মিস মনিরা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু প্রমুখ৷
বক্তারা জাল নোট শনাক্ত করার পদ্ধতি ও জাল নোটের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং জনগণকে এ বিষয়ে অবহিত করেন।