সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে পতিত জমিতে সবজি চাষে সফলতা দেখালেন স্বাস্থ্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরের উল্লেখযোগ্য জমি অনাবাদী হয়ে ছিলো। সম্প্রতি সময়ে হাসপাতাল চত্তরে ওইসব অনাবাদী পতিত জমিতে সিম, ফুলকপি, চালকুমড়া, ব্রকলি, টমেটো, লাল শাক, পালং শাক ,সবুজ শাক, কলমি শাকসহ বিভিন্ন শাক সবজি চাষের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট চিকিৎসক। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে সবজি চাষের ফলে সেখানে গড়ে উঠেছে সবুজ বেষ্টনী। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যরাও সবজি চাষের সবুজ বেষ্টনী দেখে মুগ্ধ হয়ে বাড়ী ফিরছে। ৭ ডিসেম্বর বুধবার সকালে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গোপালপুর গ্রামের জেবুন নাহার বলেন কয়েক মাস আগেও যেখানে বন জঙ্গলে পরিপূর্ণ ছিলো। সেখানে সবজি চাষ দেখে মুগ্ধ হলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে সরকারি প্রতিষ্ঠান সমূহের পতিত জমিতে চাষাবাদ এর নির্দেশনা অনুযায়ী তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরের অনাবাদী জমিতে সবজি চাষের উদ্যোগ নেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মহাদেবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে সবজি চাষ
RELATED ARTICLES