ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ,
তাং ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রী.
জামালপুর শহরের ফুলবাড়ীয়া পিটিআই গেইট এর সন্নিকটে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র হল রুমে ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উদযাপন উপলক্ষে মোজাম্মেল হক মাস্টার পাঠাগারের উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর/২৩) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, সাধারন সম্পাদক, মোজাম্মেল হক মাস্টার পাঠাগার, জামালপুর ও প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।
সভাপতিত্ব করেন, অধ্যাপক আমির উদ্দিন, সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জামালপুর।
প্রধান অতিথী ছিলেন উপস্হিত ছিলেন, মোঃ মনোয়ার হোসেন মুরাদ, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
বিশেষ অতিথী হিসাবে আলোচনা করেন মশিউল আলম বাবলু, উপদেষ্টা, জেএসডি ও সহ- সভাপতি যুগবাণী, জামালপুর, আবুল বাসার, সভাপতি, যুগবাণী, জামালপুর, পারভেজ সরকার, সভাপতি,শব্দঘর, জামালপুর, খন্দকার আজমাল হোসেন বাবু, কবি, গীতিকার, নাট্যকার, কবি রফিকুল ইসলাম, কবি মিজানুর রহমান, সোলাইমান সুজন, প্রভাষক, সরকারী ইসলামপুর কলেজ, ইসলামপুর, জামালপুর, বিপ্লব দে বাচ্চু, এ্যাডভোকেট, জর্জকোর্ট, জামালপুর, মোঃ সোহাল রানা, ছাত্র প্রমুখ