রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্ত করতে সিটি সার্ভিস বাস চালু করা হয়েছে। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
কাটাখালি থেকে কোর্ট স্টেশন রুট, নওদাপাড়া থেকে সাহেব বাজার রুট, কাশিয়াডাংগা থেকে রেলগেট রুটসহ বিভিন্ন রুটে চলছে সিটি সার্ভিস বাস। রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরীর রেলগেট থেকে কোর্ট, কোট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ৩০টি বাস নামানো হবে। সকালে ৭-৮টি বাস চলাচল শুরু করে। বিকেলে আরও ১০-১৫টি বাস চালু করা হবে।
একজন শিক্ষার্থী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ থাকায় গতকাল টিউশনিতে হেঁটে যেতে হয়েছে। যেখানে অটোরিকশার ভাড়া ১০ টাকা সেখানে রিকশায় ৫০ টাকা চেয়েছে। আসার সময়ে হেঁটে এসেছি। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় এখন আগের মতোই কম খরচে যাতায়াত করতে পারছি।’
এদিকে, ভাড়া বাড়ানোর দাবিতে রোববার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকরা ধর্মঘট ডাকেন। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করতে হবে। অনেকে হেঁটে কর্মস্থলে যাতায়াত করছেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
রাজশাহী নগরীতে সিটি সার্ভিস বাস চালু
RELATED ARTICLES