মোহাম্মদ সাইদ(স্টাফ রিপোর্টার): ঢাকার কেরানীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃত্বে এ মিছিলটি ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে জয়নগর, আটি বাজার, পাঁচদোনা বামুনসুর ও খোলামোড়া হয়ে নড়ন্ডির মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি শাক্তা ৬নং ওয়ার্ড বিএনপি ও অংঙ্গ সংগঠনের,নেতা কর্মীদের উপস্থিতির সমাগম চোখে পরার মতো।
মিছিলটি প্রায় দুই হাজার নেতা কর্মীর অংশগ্রহনে ঘাটারচর শহীদ রিয়াজ চত্বরে মুল বিক্ষোভ মিছিলের সাথে যুক্ত হয়।মিছিলটি ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে জয়নগর, আটি বাজার, পাঁচদোনা বামুনসুর ও খোলামোড়া হয়ে নড়ন্ডির মোড়ে গিয়ে শেষ হয়।এতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা গণহত্যা ও দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। জনগণ এ অত্যাচারের উপযুক্ত জবাব দেবে এবং ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। জনগণ এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আর তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। দেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই জিয়াউর রহমানের পরিবার হাল ধরেছে।যারা মাদক কারবারী,চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ তাদের বিএনপিতে কোন স্হান নাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাসমত উল্লাহ নবী,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির,দপ্তর সম্পাদক জানে আলম সুমন,ছাত্রবিষয়ক সম্পাদক কামরুল হাসান শাহীন,কৃষি বিষয়ক সম্পাদক হাজী মোঃশামীম,শ্রম বিষয়ক সম্পাদক আতাউর রহমান হিরা,ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের নেতা ওলিউল্লাহ সেলিম,সেচ্ছাসেবক দলের সাবেক জেলার নেতা সাইফুল ইসলাম বাদল,কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন,যুবদলের সদস্য সচিব,মোঃরুবেল, জাসাসের আহবায়ক,মোঃ.সাফায়েত ও সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ মুকুল,থানা বিএনপির সদস্য মোঃ জাহিদ হোসেন,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারন সম্পাদক হুমায়ুন কবির,শাক্তা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদ,প্রচার ও প্রকাশক সম্পাদক ফরমান আলি,কোষাদক্ষ মোঃ মনির,শাক্তা ইউনিয়ন বিএনপির সদস্য এনামুল কবির,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক, আলি হায়দার,সহ যুবদলের সভাপতি শাহদাৎ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ, সাধারন সম্পাদক, আঃকাইয়ুম, স্বেচ্ছাসেবক দল শাক্তা ইউনিয়নের সভাপতি রাসেল,সহ অন্যান্য ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।