একজন মানুষের চরিত্র ও ব্যক্তিত্বের মধ্য দিয়েই তার ভেতরে মহত্ত্ব, মনুষ্যত্ব কিংবা পশুত্ব প্রকাশ পায়। সৎ চরিত্রের একজন মানুষ মহৎ হবে, মনুষ্যত্বকে বহন করবে এটাই স্বাভাবিক। আবার যে মানুষ অসৎ চরিত্রের অধিকারী, তার মধ্যে মহত্ত্বের ছিটেফোটাও থাকবে না এটাও স্বাভাবিক। কারণ তারা নীতি নৈতিকতা, ভালো-মন্দ বিচার করে না, স্বার্থপরতাকে জীবনের আদর্শ করে তারা বেঁচে থাকে। আর যারা মহত্ত্বকে জীবনের আদর্শ করে তারা সর্বদাই সৎ চরিত্রের অধিকারী হয়। একজন মানুষের অঢেল বিত্ত থাকতে পারে, সে পরিশ্রমী হতে পারে, তার হাতে ক্ষমতা ও কর্তৃত্ব থাকতে পারে। কিন্তু তার মধ্যে মহত্ত্ব নাও থাকতে পারে। আবার একজন দরিদ্র মানুষ, যার কোনো বিত্ত নেই, ক্ষমতা নেই, কর্তৃত্ব নেই তার মধ্যেও মহত্ত্ব থাকতে পারে। মহত্ত্ব কখনো ব্যক্তির সামাজিক অবস্থা ও মর্যাদার ওপর নির্ভর করে না, বরং মহত্ত্ব নির্ভর করে তার ইচ্ছা ও মানসিকতার ওপর। তেমনি মহত্ব এবং পরোপকারী সজীব ওয়াজেদ জয় পরিষদের কিন্তু কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মতিউর রহমান টিপু।