মোঃ মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি।
মহান মে দিবসের অন্তর্নিহিত শক্তি বেয়ে প্রতি বছরের ন্যায় এবারও ফিরে এসেছে ১ লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রম দিবস। এই দিবস পালন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখা কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং শ্রমিক বান্ধব নেতা জনাব অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এম.পি। তিনি তার বক্তব্যে বলেন, ”স্মার্ট ও চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে শ্রমিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবার নিশ্চয়তা দিতে হবে। আর এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগ বদ্ধপরিকর”। তিনি শ্রমিকদের এই সকল অধিকার বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি আরও বলেন, ”১৮৮৬ সালের এমন একটি দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিলো, তা অনাদিকাল ধরে বিশ্বের সকল শ্রমিকের কাছে উজ্জ্বল হয়ে থাকবে। এই মহান দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা”।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
সিরাজগঞ্জে মহান মে দিবস পালিত
RELATED ARTICLES