ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মোঃ জসিম(৩৫) তিনি শহরের চকলোকমান এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রী ছিলেন।
৮ ই জুলাই (শনিবার) দুপুর সাড়ে ১২ টায় শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ জানান, চকলোকমান এলাকার রাব্বি নামে এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। আজ সেই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সাথে ঘটনার আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,, প্রাথমিকভাবে জানা গেছে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। আসামীকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।



