
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকবিরোধী শ্লোগানকে সামনে রেখে একতা সংগঠন এর উদ্যোগে আড়ম্বরপূর্ণ পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতিম্যাচটি দু’টি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে তার এক প্রান্তে একতা সংগঠন লাল দল ও অপর প্রান্তে ছিল একতা সংগঠন সাদা দল। খেলার নির্ধারিত সময়ে কোন দল কাঙ্খিত ফল না পাওয়ায় ট্রাইবেকারের মধ্যদিয়ে ১-০ গোলে লাল দল জয়লাভ করে।
শুক্রবার (০৯ মে) বিকালে ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাঁড়া গোপালপুর স্কুল মাঠ প্রাঙ্গনে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ এর আয়োজনে, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ ফারুক ও তরিকুল ইসলাম তনু’র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।
খেলাটি পরিচালনা করেন ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্য আসাদুজ্জামান আশা, এনামুল আলম টিটো, শামছুল আলম, তানজিরুল আলম মিঠো, স্বেচ্ছাসেবক দলের নেতা রুমন, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শাওন, ছাত্রদল নেতা নাজমুল হাসান রিশাদ, রেজাউল করিম সহ স্থানীয় নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজই দেশের উজ্জল ভবিষ্যৎ। খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। ক্রীড়াচর্চার মাধ্যমে মাদক থেকে দূরে থাকতে ও সুস্থ, সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
তিনি একতা সংগঠনের এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
খেলা শেষে তিনি বিজয়ী ও পরাজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।