
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ অনুপ্রবেশের অভিযোগ — বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত ১২ সদস্যের আংশিক কমিটিকে ঘিরে তীব্র বিরোধ ও বিভক্তির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা অনুপ্রবেশ করেছেন এবং দীর্ঘদিন ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করা ছাত্রদলের সৎ ও যোগ্য নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে
সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা ইব্রাহিম হোসেন। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের পদধারী কিছু ব্যক্তিকে পুনর্বাসন দিয়েই এই কমিটি ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও সংগঠনের আদর্শবিরোধী। লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব খাটিয়ে এক নেতাকে খুশি করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত ত্যাগী, আদর্শবান ও যোগ্য ছাত্রদল নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টার পর থেকে ঈশ্বরদী শহরের বিভিন্ন সড়ক ও সরকারি কলেজ ক্যাম্পাসে নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল ইসলাম শাওন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। তারা নতুন কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন, যার ফলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্যোস্যাল মিডিয়া সহ দলের একাধিক সূত্রে জানা গেছে, ওই রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ১২ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। ঘোষণায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মসম্পাদক শ্রাবণ আহমেদ, সাবেক যুগ্মসম্পাদক শ্যাম আগারওয়ালা ভিকি, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ, উপজেলা কমিটির সদস্য ইব্রাহিম হোসেন সহ কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী।
বক্তারা ঘোষিত কমিটিকে ‘অবৈধ’ ও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হয়, তবে ঈশ্বরদী সরকারি কলেজসহ পুরো উপজেলায় ছাত্রদল রাজপথে নেমে কঠোর আন্দোলনে যাবে।”
বুধবার বিকেলেও ‘ঈশ্বরদী উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ সাবেক ছাত্রদল’-এর ব্যানারে আরও একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা ইব্রাহিম জানান, “অভিযোগের বিষয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।”
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


