আঃ জলিল মন্ডল (ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
মহান শিক্ষা দিবস উপলক্ষে “শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হোন ” এই শ্লোগানকে ধারন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপসি’ত ছিলেন হাজী ওসমান গনি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা নেতা জিহানুল হক জোহার সভাপতিত্বে বক্তব্য দেন ওই কলেজের সহকারী অধ্যাপক শিউলি সিদ্দিকা শিল্পী, আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইশরাত জাহান, বাসদ গাইবান্ধা জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা প্রণীত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্র জনতার রুখে দাঁড়ানোর গৌরবময় ইতিহাস যা আজো শিক্ষা ও ছাত্র আন্দোলনে প্রেরণা হয়ে আছে। তাঁরা আরো বলেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আইয়ুব সরকারের যে শিক্ষা সংকোচন নীতি এদেশের ছাত্র শ্রমিক সমাজ প্রতিহত করেছিল তারই প্রেতাত্মা সওয়ার হয়েছে স্বাধীন দেশের শাসক শ্রেণির উপর। ‘৬২ র শিক্ষা আন্দোলন এর চেতনা কে পদদলিত করা য়েছে।শরীফ কমিশন প্রণীত শিক্ষা নীতি আর স্বাধীনতাত্তোর দেশে প্রণীত শিক্ষা নীতির অন্তর্গত মৌল চরিত্র একও অভিন্ন। তাই সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘৬২ র চেতনায় ছাত্র শ্রমিক কৃষক কে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে হবে।