
মোঃ শামীম শাহরিয়ার(ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে দুটি ডাল মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে । এসময় মুগ ডালে রং মিশ্রিত, ডালে পোকা পাথর পাওয়ায় দুটি মিল মালিক কে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বুধবার (০৫ নভেম্বর ২৫ইং) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার হলিদাগাছী এলাকায় পারভেজ ডাল এন্ড সর্টিং মিল মালিক বাবর আলীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংরক্ষণের অপরাধে ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করে ১ লাখ টাকা ও মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ এর মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা। সর্ব মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এমন কর্মকান্ড করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে হুশিয়ারী দেন ভ্রাম্যমান আদালতের বিচারক রাহাতুল করিম মিজান।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
০৫ নভেম্বর ২৫ইং (০১৭৪৪৩১৫৩৮৬)


