
মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২৫ইং) দুপুরে উপজেলার নন্দনগাছী বাজারে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে মুদি দোকানি বিপুল আলী কে মূল্য তালিকা না থাকায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৩০০০/-তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নন্দনগাছী বাজার রিফাত বেকারির মালিক কুরবান আলী কে ফুড গ্রেড বিহীন রং ব্যবহার, নিম্নমানের লবণ, পণ্যে মেয়াদ উল্লেখ না থাকায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১৭,০০০/- সতেরো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এব্যাপারে বেকারির মালিক কে হুশিয়ারি করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, এমন ধরনের অপরাধ কর্মকান্ড ভবিষ্যতে করলে বড় ধরনের জরিমানা করা হবে বলে সর্তক করে দেন।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
০১৭৪৪৩১৫৩৮৬




