ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ,
তাং ২৫ জানুয়ারী ২০২৪ খ্রী.
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি/২৪) এসএফএমইউ কমেন্সিং ডে উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির সংস্কৃতি ক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ, জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সম্মানিত সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা ও সম্মানিত সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ উবাইদুল্লাহ, সম্মানিত সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মাওলা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইস উদ্দীন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী যে কর্মসূচী গুলো গ্রহন করে বিশ্ববিদ্যালয়টি- আনন্দ র্যালি: সকাল ০৯:০০ টা বিশ্ববিদ্যালয় বর্তমান শহরের পাঁচ রাস্তা মোড় ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাস ফৌজদারি মোড় পর্যন্ত।