এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জনপ্রিয় কোমল পানীয় স্পিড মূল্য ছাড়া অতিরিক্ত ৫ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন দোকান ব্যবসায়ীরা। আকিজ কোম্পানির স্পিড কোম্পানি ক্রয় মূল্য ১কেস=২৪পিস ৫০৫/-টাকা, ক্রয় মূল্য ২১.০৫ টাকা। যার বিক্রয় মূল্য ২৫ টাকা, কিন্তু শিবগঞ্জ উপজেলায় এই স্পিড সিন্ডিকেটের কারনে আজ ৩০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন শিবগঞ্জের দোকান ব্যবসায়ীরা।এতে গ্রাহকের সাথে তর্ক বিতর্ক হচ্ছে প্রতিদিন লেগেই আছে ভোক্তা অধিকার সংরক্ষণের দেখা মিলেনা বের হচ্ছে না কয়েক মাস থেকে তদারকের টিম।
অনুসন্ধানে বেরিয়েছে আসল রহস্য, শিবগঞ্জ উপজেলায় আম ও বিভিন্ন উৎসবের সময় এই স্পিড কোম্পানির মাল কোম্পানির ডিলারের কাছ থেকে অতিরিক্ত ক্রয় করে গুদাম ঘরে জমিয়ে রাখে বেশ কিছু অসাধু ব্যবসায়ী ঈদ উপলক্ষে।
ডিলার হাউস থেকে আম মৌসুম ও বিভিন্ন উৎসবের সময় মাল ডেলিভারি না থাকায় অতিরিক্ত দামে মাল বিক্রির সুযোগ পাই এই চক্র।বর্তমানে আম মৌসুমে আকিজ কোম্পানির স্পিড বোতল ১কেস=২৪ পিস ৬২০ টাকায় প্রাইকারী বিক্রি করছে যা একজন খুচরা ব্যবসায়ীর কাছে ক্রয় মূল্য দাঁড়াই ২৫.৮৩ টাকা।এতে বিক্রয় মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে খুচরা দোকান ব্যবসায়ীরা।।এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবসায়ীরা প্রশাসনের কাছে বিভিন্ন প্রাইকারী মাল বিক্রির দোকানে অভিযান পরিচালনা করার জন্য আবেদন জানিয়েছেন কবে নামবে মাঠে তদারকের টিম ভোক্তা অধিকার।