টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে বেশ সমালোচিত হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের এমন তোপের মুখে বাবর আজমের দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে। এদিন প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে সফরকারী কিউইরা। তবে এর জন্য কৃতিত্বের অন্যতম দাবিদার পেসার নাসিম শাহ। কেননা তার আঁটোসাটো বোলিংয়ে তিনশ’র আগে কিউইদের বেধে দেওয়া সম্ভব হয়েছে। এদিন মাত্র ষষ্ঠ ম্যাচ খেলতে নামা নাসিম একটি রেকর্ডও করে ফেলেছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। সাধারণ মানের বোলিং মনে হলেও, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নাসিম শাহের বোলিং বেশ কার্যকরী ছিল। কেননা পিচটিতে দলের অন্য বোলারদের বেশ সংগ্রাম করতে হয়েছে। নির্ধারিত ১০ ওভারে তিনি মাত্র ২৯ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। ম্যাচের শুরু থেকেই নাসিম বেশ ভালো জায়গায় বল ফেলছিলেন। তবে প্রথম স্পেলে তিনি ছিলেন উইকেটশূন্য। শেষদিকে পরপর দুটি উইকেট পান তিনি। ইন সুইং ও আউট সুইংয়ে নাসিম কিউই ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন।