Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeE-Paperপটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন বসতভিটা জবর দখল ও...

পটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন বসতভিটা জবর দখল ও চলাচলের পথ বন্ধ করে সেমিপাকা ঘর নির্মাণ।

পটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন বসতভিটা জবর দখল ও চলাচলের পথ বন্ধ করে সেমিপাকা ঘর নির্মাণ।

মোঃ আজম খাঁন ,চট্রগ্রাম জেলা ব‍্যুরো ।

চট্টগ্রামের পটিয়া বড়লিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে বড়লিয়া খাঁন বাড়ীর ভূমিদস্যু- চাঁদাবাজ, প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,মামলা আপোষের নামের মোটা অংকের টাকা দাবী, তার বড় ভাই শের আলী খাঁনের পরিবার কে উচ্ছেদ,সাংবাদিক আজম খাঁন এর পিতা অজি আহমদ খাঁন ও আহমদুর রহমান খাঁন পৈত্রিক ও মৌরশী বসতভিটা জবর দখল করে ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন সেমিপাকা ঘর নির্মাণ এবং চলাচলের পথ বন্ধের অভিযোগ পাওয়া গেছে৷ গত ৬ই এপ্রিল, ২০২৫ মাহাবুব আলী খাঁন বড় ভাই মৃত শের আলী খাঁনের স্ত্রী ছেলে- মেয়েরা দীর্ঘ ৪০ বছর পতেঙ্গা ভাড়া বাসায় থাকে৷ মৃত শেরে আলী খাঁনের স্ত্রী, ছেলে-মেয়েরা স্বামীর এবং পিতার বসতভিটা ফিরে পাওয়ার জন্য শহরে এসে পাড়ার ও সমাজের কাছে বিচারের প্রার্থিক হয়। সামাজিক ভাবে মাহাবুব আলী খাঁন কে বৈঠকে ডাকলে কৌশলে বিভিন্ন টালবাহনা বৈঠকে বসে না৷ এসব বিষয়ে সরোজমিনে জাতীয় অনুসন্ধানী দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধিদের কে মৃত শের আলী খাঁনের স্ত্রী, ছেলে সাজ্জাদ আলী খাঁন,মেয়ে,পাড়ার মামুন খাঁন,মাসুদ খাঁন, বাহাদুর খাঁন সহ বাড়ী নারী পুরুষ সবাই ভূমিদস্যু মাহাবুব আলী খাঁনের বিরুদ্ধে বক্তব্য ও বিস্তারিত জানান। বিগত সময়ে ভূমিদস্যু মাহাবুব আলী খাঁনের অপকর্মে বিরুদ্ধে সাংবাদিক আজম খাঁন কর্তৃক সংবাদ সম্মেলন সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় বলে সমাজের সাধারণ মানুষ জানান।
এদিকে সাংবাদিক আজম খাঁনের পৈত্রিক বাড়ীভিটা ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন কর্তৃক জবরদখল করায় তার ভাই মোঃ বাহাদুর খাঁন বাদী হয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরী করেন ডায়েরী নং–১৮২৪
ভূমিদস্যু মাহাবুব আলী খাঁন প্রতিহিংসায় পরায়ণ হয়ে সাংবাদিক আজম খাঁন কে বিরুদ্ধে মিথ্যা মামলা সহ বিভিন্ন প্রকাশ অপপ্রচার চালিয়ে যাচ্ছে পাড়ার সবাই জানান।
তার ভাইয়ের পরিবার পতেঙ্গা ভাড়া বাসায়,জীবন যাপন করে৷
এমনকি তার ভাইয়ের মৃত্যুের পর লাশ ঘরে ডুকাইতে দেয়নি এবং বাহির থেকে পাড়ার লোকজন লাশ গোসল দিয়ে পারিবারিক কবরস্হানে লাশ দাপন করেছে বলে তার ভাইয়ের পরিবার ও পাড়ার ভূক্তভোগীরা জাতীয় অনুসন্ধানী” দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধিকে জানান।
বিস্তারিত তথ্য ও ভিডিও চিত্রে চট্ট- রিয়াজ চৌধুরীর প্রতিবেদনে দেখুন।
০৬.০৪.২০২৫ বিকাল-৪টায়।

মোঃ বাবুল ্মিয়া
মোঃ বাবুল ্মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments