Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশবিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি'র) বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি’র) বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত

(মৌলভীবাজার প্রতিনিধি)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) আওতাধীন,ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী পুশ ইন ঠেকাতে বিজিবি জনবল বৃদ্ধি । ভারতে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।

এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ভারত সংলগ্ন জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)
সূত্রে জানা গেছে,বিয়ানীবাজার ও জুড়ী ফুলতলা-বড়লেখা সহ (৫২ বিজিবি’র)আওতাধীন সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি টহল জোরদার করেছে।
সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম দৈনিক অপরাধ দমন কে জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী পুশ ইন ঠেকাতে বিজিবি জনবল বৃদ্ধি সহ সীমান্তে রাত্রিকালীন টহল কার্যক্রম জোরদার করেছি।
প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments