
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ অমান্য করে বিরোধীয় জমির দখল নিতে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামের মৃত আব্দুল হামিদ মন্ডলের ছেলে আব্দুল হাকিম মন্ডল ও আব্দুল খালেক মন্ডল অভিযোগ করেন যে, রামরায়পুর মৌজায় তাদের ৯ শতক জমি নিয়ে প্রতিপক্ষ ওইগ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কালাম, মোখলেছুর রহমান, আব্দুস ছালাম, জয়নাল আবেদীন ও অন্যদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি উভয়ের শরিকদের এজমালিতে বাড়িতে যাবার চলাচলের রাস্তা ও খলিয়ান হিসেবে ব্যবহার করা হতো। দুবছর আগে বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা জোর করে ইট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আব্দুল হাকিম এব্যাপারে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোর্টে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। কোর্টের নির্দেশে প্রতিপক্ষরা তখন স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখেন। সম্প্রতি এব্যাপারে নওগাঁর মহাদেবপুর সহকারি জজ আদালতে একটি বাটোয়ারা মোকর্দ্দমা করে ওই জমিতে প্রতিপক্ষরা যাতে কোন স্থাপনা নির্মাণ করতে না পারেন সে ব্যাপারে মামলা চলা কালতক অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৫ দিনের কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশ পাবার পর প্রতিপক্ষরা আদালতে না গিয়ে ওই জমি জবর দখলের জন্য টিন দিয়ে বেড়া দেয়া শুরু করে।
আদালত সংশ্লিষ্টরা জানান, কারণ দর্শানোর নোটিশ পাবার পর বিরোধীয় জমির শ্রেণি পরিবর্তন করা যায়না। আদালতকে ভ্রমে পতিত করার জন্য ওই জমিতে কোন স্থাপনা নির্মাণ বা যেকোন উপায়ে অন্যকোন কাজ করা আদালতের আদেশ অমান্য করার সামিল।
জানতে চাইলে প্রতিপক্ষের মোকলেছুর রহমান আদালতের কারণ দর্শানোর নোটিশ পাবার কথা স্বীকার করে বলেন, আইনজীবী ও মহাদেবপুর থানার ওসির সাথে আলোচনা করেই তারা বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করছেন।




