জাহিদুর জামান নাহিদ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধি,
একজন দিনমজুর ও ভ্যান চালক মিস্টার,এলাকার কোন মানুষ যেন রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার না হয়।
রাস্তায় চলাচলকারী,রিক্সা,ভ্যান, অটো,মাহেন্দ্র,সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক সেলিম,হাবলূ,ধুলু,সহ ১৫-২০জন চালক জানান,মনাকষা হতে বাঘরালী হয়ে কালিগঞ্জ – জমিনটোলা পর্যন্ত এ রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়েছিল । একমাত্র মিস্টা আলি তা নিজের টাকা দিয়ে রাস্তা মেরামত করায় ঠিকমত যানবাহন চালাতে পারছি।তবে এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনের খুরুম মন্তব্য নিতে গিয়ে মন্তব্য না দিয়ে দুজন মিডিয়া কর্মী চরমভাবে লাঞ্ছিত হয়েছেন। তিনি আরও বলেন ভাইরাল হবার জন্য কি ১০ বছর থেকে এরকম কাজ করে আসছেন নাকি তার বাড়িতে গিয়ে তার সাথ দেখা করার জন্য তিনি বলেন,?আপনারা কে ভিতরে ঢোকার পারমিশন কে দিলো,এখান থেকে বের হয়ে জান কোন কথা নেই আমি কোন সাংবাদিক কে বুঝি না।এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন,সংবাদ কর্মীরা তথ্য খুজে নিউজ করবে,এটা তাদের পেশা কেউ সাংবাদিককের কাজে বাধা দিলে,আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন,মিস্টার গরীর হলেও তার মধ্যে দেশপ্রেম আছে। জনগণের দাবি তাকে উৎসাহ দেয়া। তাকে উপজেলা পরিষদ থেকে পুরস্কৃত করা হলে দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।