ইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে বসতবাড়িতে ভাংচুর ও চুরির পাশাপাশি মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী নাতিকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেছেন আবু তালেব
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার প্রতিবেশি মতলুবুল রহমান ও জয়নব বেগমের সাথে ভুক্তভোগীর ছেলে ও মুক্তিযোদ্ধার নাতি প্রতিবন্ধী কামরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কামরুলকে মারপিট করে। পরের দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সুমনের বসতবাড়ির উঠানে পারিবারিক শালিসে বসে প্রতিবেশিরা। সেখানে শালিস না মেনে অভিযুক্তরা প্রতিহিংসাবশত আবু তালেবের শয়নঘরে অবৈধভাবে প্রবেশ করে জিনিসপত্র ভাংচুর করে। তারা একটি টিভি, খাট ও আলমিরার ক্ষতিসাধন করে আলমিরায় রাখা এক লাখ টাকা ও শিক্ষাগত সার্টিফিকেটগুলো চুরি করে। এসময় বাধা দিতে গেলে প্রতিবন্ধী কামরুলকে ধারালো ক্ষুর দিয়ে বামহাতে রক্তাক্ত মাংসসমেত কাটা জখম করে। তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা আহত কামরুলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।