সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে৷
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষকদলের অফিস কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বিকেলে এক বিশাল র্যালীর আয়োজন সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় উপজেলার ঘোষপাড়া মোড়ে কৃষক দলের আয়োজনে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি ফজলে হুদা বাবুল। তাঁর নেতৃত্বে একটা বিশাল র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন উপজেলা কৃষক দলের
সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক,প্রভাষক সুমন হোসেন,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।




